ভিডিও

ধনকুবের হিন্দুজা পরিবারের জেল

প্রকাশিত: জুন ২২, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট: জুন ২২, ২০২৪, ০৮:২৪ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনের সবচেয়ে ধনী একটি পরিবারের চার সদস্যকে জেল দিয়েছে সুইজারল্যান্ডের আদালত। অভিযোগ, জেনেভায় তাদের বাসায় কাজের কথা বলে ভারত থেকে স্টাফ নিয়ে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। ঠিকমতো বেতন দেয়া হয়নি। তাদেরকে বাসার বাইরে যেতে দেয়া হতো না। সুইস আদালত প্রমাণ পেয়েছে যে, প্রকাশ ও কমল হিন্দুজা, তাদের ছেলে অজয় এবং পুত্রবধু নম্রতা অপরাধী প্রমাণিত হয়েছেন। তারা বেআইনিভাবে কর্মী নিয়োগ করেছেন। এ অপরাধে তাদেরকে সাড়ে চার বছর পর্যন্ত জেল দিয়েছে আদালত। মানবপাচারের মতো আরও গুরুতর অভিযোগ থেকে তাদেরকে খালাস দেয়া হয়েছে। তাদের পক্ষের আইনজীবীরা বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আদালতে তাদের আইনজীবী রবার্ট অ্যাসায়েল বলেন, আমি হতাশ। এর ভাল সমাপ্তির জন্য আমরা লড়াই করবো। উল্লেখ্য, ভারত থেকে যেসব কর্মী নিয়েছিল হিন্দুজা পরিবার তার মধ্যে তিনজন অভিযোগ করেছেন যে, তাদেরকে দিয়ে দিনে ১৮ ঘন্টা কাজ করানো হয়। এর বিনিময়ে ৭ পাউন্ডেরও কম বেতন দেয়া হয়। সুইস আইনের অধীনে যে বেতন তাদেরকে দেয়ার কথা, এই পরিমাণ তার দশ ভাগের মধ্যে এক ভাগের চেয়েও কম।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS